ভগো____
নিরেট সত্যিটাই বলেছো
আসলেই আমি বোকা!
প্রয়োজনের তুলনায় ___
অ-নে-ক বেশি বোকা।
সারল্যতার বিনিময়ে প্রাপ্ত
চাপা কষ্টগুলো ভুলে যাও
ছিঁড়ে ফেলো _______
অনাদরের খেরোখাতা,
আমৃত্যু বোকাটার সাথেই থেকো।
আমি জানি _____
একজন সহজসরল ভগো
সংসার পেতেছে এই বোকার স্বর্গে
যেই বোকাটা ___
শুধুমাত্র ভালবাসা বোঝে
লোকের অনাদর, অবহেলা, উপেক্ষা, চাতুর্য কিংবা
সংসারের হাল হাকিকত;
সবাই বোঝেনা'রে পাগলী!
বুঝেই বা কী লাভ?
তাছাড়া _____
সবাই তো আর বোকা হয় না!
বেশিরভাগ মানুষ জন্মসূত্রে চালাকচতুর
আমি না-হয় বোকার দলেই রয়ে গেলাম।
এই ____
বোকার আকাশে চাঁদ হয়ে থেকো
তারা হয়ে ঘিরে দেবো চারিধার
ভালবাসি, ভালবাসি তোকে
জীবনের এপারওপার
দুই পৃথিবীতে ____
বোকামোল্লার একটাই মোনাজাত
"ভালো থাকিস সবসময়"
Love you ভগো!
তোর জন্য বোকা
বোকার জন্য তুই
আর কী চাই.....?
কাকে চাই.......?
যখন____________
সকলেই ইয়া নাফসি!
পরিশেষে জানিনা ________
তোকে বোঝাতে গিয়ে নিজেকে শান্তনা দিচ্ছি কিনা?
বলে যায় বোকা মন______
সব কান্নায় চোখ ভেজে না
কিছু কান্নায় বুকও ভেঙে যায়।
তবুও হাস্যজ্জ্বল বোকা
বলা যায় ____
সর্বংসহা বোকারাই সুখী!
কেননা ____
কষ্টের বুকে লাথি মারা চতুরের কাজ নয়।
ভগো____
ভালবাসি তোকে
ভালবাসি সবসময়
ও পৃথিবী, জেনে নাও
বোকারাও ভালবাসে