নিশ্চয়ই, এমন একটা সময় আসবে ____
পৃথিবীতে ইসলাম ব্যতীত আর কিছুই থাকবে না।

তখন, পৃথিবীটা কেমন হবে?
একটু ভেবে বলুন তো...
অবশ্য যদি ভাবতে পারেন, তবেই বলুন
জগতের সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হোক;
শান্তির বড়ই অভাব!
চারিদিকে ভয়াবহ হানাহানি যুদ্ধ-বিগ্রহ দারিদ্র্য দুর্দশা অসাম্যের ইন্ধন যোগায় ইবলিসের বংশধর, হতে পারে ওরা জ্বীন-ভূত বা অন্যকিছু।
করুক গে- ওরা যাখুশি তা-ই করুক,
তবুও শান্তির প্রদীপ জ্বলুক প্রতিটি ঘরে
ইসলাম প্রতিষ্ঠিত হোক,
নিশ্চয়ই জেনে থাকবেন -
ইসলাম অর্থ "শান্তি"
সুতরাং, ধর্মের বাড়াবাড়ি বন্ধ হোক
জগতের সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হোক।

মনে রাখবেন _
যেখানেই অশান্তি
সেখানেই ইসলাম নাই,
যারাই অশান্তির জন্ম দেয়
তারা মুসলমান নয়, বেশধারী।