আরে ভাই, বলছিই তো
এই লোক সেই লোক না!
আপনাদের বোকা বানানো হয়েছে,
এই লোক সেই লোক হতেই পারে না,
কেননা,
এই নামে এখানে কখনো কেউ ছিল না!
অন্ততঃ বিগত আটত্রিশ বছরের মধ্যে ছিল না!
কেননা, কখনোই তাকে দেখি নাই, দেখা তো দূর-
কোনদিন কারোর থেকে ওর নামটা পর্যন্ত শুনি নাই!
যখন এই নামে এখানে কখনো কেউ ছিলেননা, তখন -
আজকে উনি হঠাৎ এখানে থেকেই কিভাবে উদ্ভব হয়েছে?
আর আপনিই বা কিভাবে বলতে পারেন যে, ইনিই সেই লোক?
আপনার কোথাও ভুল হচ্ছে, আর ভুলটা হলো এই-যে, তিনি আপনাকে যা বলেছে তা-ই বিশ্বাস করেছেন
তিনি বলেছেন যে, "আমি ওখানেই থাকি!"  
আর আপনিও নাচতে নাচতে চলে এলেন?
আবার -
রশিদ ভাইয়ের ইন্টারভিউ শেষে মোরগের ঠ্যাং-ও খেতে চান!
কী অদ্ভুত, ভীষণ কিউট, আজব ক্যারেক্টার মাইরি!
আরে মিয়া, যে যা'ই বলে তা-ই বিশ্বাস,করেন?
রিকশা ওয়ালার পরামর্শে প্যারাসিটামল খান,
কাছের বন্ধুটির পরামর্শে আয়ুর্বেদ হোমিওপ্যাথি কিছুই বাদ রাখেননি, আর দুলাভাইয়ের পরামর্শে এখন ছুটছেন কোলকাতা হারবালের পেছনে!
সত্যিই- মানুষ সামাজিক জীব, একা থাকতে পারে না তাই, মিলে-মিশে বাঁচে,
তাঁদের বাঁচার তরিকায় হামেশাই অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে!
কী ভাইজান,
ঘিলু-টিলু কম আছে নাকি?
বিবেক বিবেচনা বুদ্ধিসুদ্ধি কিছু তো আছে?
যেটুকু আছে অন্তত সেটুকুই কাজে লাগান!
আরে ভাই মাথায় থাকা গোবরের যথাযথ প্রয়োগ করে  রীতিমতো চাষাবাদ শুরু করুন,
নইলে- ঘুঁটে তৈরীর কাজ ছাড়া আর কিছুই করতে পারবেন না!

হে মিয়া, আপনি জানেন কি?

এ দুনিয়াটা উন্নতির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত
আফসোস, আপনারা ভাইরালের পেছনে হন্তদন্ত ঘর্মাক্ত!
আসল নকল ভালো মন্দ সত্যতা যাচাই-বাছাই না করেই
চলছিলেন, চলছেন এবং চলতেই থাকবেন, আজীবন ✍️