বটবৃক্ষ দাঁড়ায় স্থির, শিকড় মাটির তলে
আকাশ ছুঁতে পারেনি, স্বপ্ন শুধু চলে
তার ছায়া গভীর, ক্লান্ত পথিকের আশ্রয়
কোথাও মুক্তির আকাশ নেই, সে রয়।
অচিন পাখি উড়ে আসে, ডানায় ভাসে সুর
জিজ্ঞাসে বৃক্ষ, "কীভাবে উড়ো, কোথা তোমার ঘর?"
পাখি হেসে বলে, "আমার নেই কোনো শিকড়,
বাতাসে ভাসি আমি, মুক্তিই আমার নিকড়।"
বৃক্ষ ভাবে মনের মাঝে, "আমি স্থির, সে মুক্ত,
আমি শিকড়ে বেঁধেছি জীবন, সে পায় আকাশের সুখ।"
তবু বুঝল শেষে বৃক্ষ, তারও তো আছে দান,
ছায়া, আশ্রয়, স্থিরতারও মূল্য মহান।
পাখি উড়ে চলে যায়, খুঁজে নতুন পথ
বৃক্ষ থাকে স্থির তবু, দেয় পৃথিবীকে যত
মুক্তি আর স্থিরতা, দুটি ভিন্ন ধারা
দুইয়ে মিলে গড়ে তোলে জীবনেরই যাত্রা।