ধর্ষণের শিকার এই ছোট্ট শিশুটি
সমাজের নৃশংস চাহনির শিকার হলো!
সে কি জানত, তার চোখের জলে-
তৃপ্ত হয় খুনী মনুষ্যত্বহীন পিশাচের দল!
আইন কি ভেবেছে, সমাজ কি জানে?
এরা কি আসলেই মানুষ?
— চারিদিকে এক ভোজবাজির খেলা!
আমাদের লজ্জা কোথায়?
আইনের হাতে টাকা -
গলায় দড়ি, সম্ভ্রম বিকিকিনির খেলা।
পুলিস, সরকার অথবা বিচারক,
অথবা আরেক নতুন কোন শাসক
তাদের কারোরই কি জানা নেই, এ পাপের শাস্তি কী—
তারা কি এমনই মানুষ, যারা জানেই না "ধর্ষণ" অর্থ কী!
আর আমরা, আমরা কী করছি?
দেখছি, শুনছি, মুখ চেপে হাসছি, পিছু মুড়েই দায় শেষ!
বলি, কিভাবে তোমরা আছো নিষ্পাপ-নিষ্কলঙ্ক!
সম্ভ্রম হারানো নারী শিশু কন্যার চিৎকারের মাঝে
বিবেকের দায় ফাঁকা করে চলা বিকৃত এই সমাজে
সব অপরাধ চাপা পড়ে যায়, সমাজটাই ডুবে যায়।
তবুও বলি, তোমাদের “ধন্যবাদ”
যাদের কাছে আইন শুধুই সংখ্যার খেলা
সমাজের চোখে কতশত গৌরবের ছাঁয়া
নির্যাতিতা বুকের মাঝে চিরকালীন জ্বালা!
"ধন্যবাদ"