ধন্যবাদ জনাব
অনেক অনেক ধন্যবাদ
আমিষভোজন করিনা!
ডাক্তারে নিষেধ করেছে
অম্বলে ভুটভাট করে তাই
দেখেই নয়ন জুড়াই!
ইলিশের গপ্পোটা?
ভুলি নাই ভুলি নাই
ইলিশ খেলে...
শরীরের ইতিউতি চুলকায়
এই শুনিয়া ডাক্তার বলিছে
'ইলিশে এলার্জি
চরকায় চুলকানি'
শাক লতাপাতা আলু কচু
হলুদ ফলমূল কলা খেতে
ডাক্তারবাবুর পক্ষ থেকে
কোনপ্রকার নিষেধ নাই!
দিন তবে, ভরে দিন ঝুলি
দু সের আলু আর ডিম একহালি
পোয়া খানিক মসুর
দিন, ঝুলি ভরে দিন
ছটাক সরিষা আধা সের সয়াবিন, ব্যস!
"এই খাবারে চার জন কী করে চলি?"
হা হা হা...
বোকাবোকা প্রশ্নে হাসালেন মশাই, হা হা হা
এই বেশ ভালো আছি, কম খাই বেশি বাঁচি!