ওরা কবি,
পৃথিবীর নাগরিক
ওদের দেশ নেই!
ধর্ম-জাতি বর্ণ নেই!!
ওরা লাভ-ক্ষতি সুদকষা বোঝে না।
ওরা বোঝে মানবতা
যখন___
মানবিক প্রেম সংকটাপন্ন!
তখন___
ওরা খোঁজে প্রেম,
মানবের সাথে মানবের প্রেম।
তোমাদের কাঁটাতার আর গারদ-
ওদের জন্য নয়! ওদেরকে মুক্ত করো,
ফিরিয়ে দাও কলমের স্বাধীনতা।

নইলে....?
নইলে তা-ই হবে,
যা তোমাদের পূর্বসূরিদের সাথে হয়েছিলো।
ইতিহাস বিস্মৃতির পথে নয়!
সুতরাং ____
তার থেকে শিক্ষা নাও।

সুতরাং
_____ ইবনে মিজান
একত্রিশ। দশ। উনিশ