একটি শুকনো পাতা, পথের পাশে পড়ে
বাতাসের সাথে ভেসে চলে, কিচ্ছু না বুঝে
স্বপ্ন দেখে আকাশে উড়বে, রৌদ্রের রঙ্গে মিশবে
কিন্তু, পা রাখতেই মাটির আঁচলে পড়ে যায়।
জীবনের গল্পও তাই, আশা-নিরাশার খেলা
অস্থির পথিকের পায়ের তলায় মাটি খোঁজে
আকাশের দিকে চেয়ে, বারবার উপরে উঠতে চায়
কিন্তু, শেষ পর্যন্ত হারিয়ে যায়, মাটির কোল চিরে!