এই জীবনের গল্পটা খুব সহজ নয়
দিনের আলো হারায়, রাতের আঁধারে রয়
প্রতিদিন নতুন ভোরের মুখোমুখি দাঁড়িয়ে
খুঁজে চলি সুখের ঘ্রাণ, নিজেকে হারিয়ে।
ভোরের পাখির ডাক আর আজানের সুরে
জীবন শুরু হয় কর্মের বাঁধনে ঘুরে
দুপুরের খরতাপ, ক্লান্ত দুপুরের ঢেউ
বিকেলের আলোয় মেশে মনের ক্ষুদ্র খেই।
সন্ধ্যা আসে রং বদলে, অন্ধকারে ঢাকে
প্রতিটি দিন শেষে নতুন স্বপ্ন আঁকে
রাতের নীরবতা আনে মনছোঁয়া স্মৃতি
যেন ভালোবাসা কোথাও কাঁদছে নিরবধি।
তারপর?
আবার ভোর আসে আলোর আভাসে
শুরু হয় জীবন তার আপন উচ্ছ্বাসে
কিন্তু একদিন সেই ভোর আর হবে না,
নতুন সূর্যের আলো পড়বে না এই চোখে।
তবু কিছু কথা রবে, কিছু অনুরণন
মৃত্যুর পরেও কাঁপবে হৃদয়ের স্পন্দন
এই জীবন ক্ষণিকের, তবু রেখে যায় কত-শত চিহ্ন,
মানুষ বাঁচে তার স্বপ্নে, গল্পে, সঙ্গীতের বীণায়।
এভাবেই বয়ে যায় জীবনের স্রোত
মৃত্যুর পরেও স্মৃতি খুঁজে নেয় নিজ পথ
মানুষ চলে যায়, রেখে যায় হাজারো গল্প কথা,
প্রাণের গভীরে বাঁধা থেকে যায় তার লুকিয়ে রাখা ব্যথা।
___