ঈশ্বরের সভ্যতা-
- চুলোয় গিয়েছে কিনা?
সন্দেহের লেশমাত্র নেই তায়!
রূগ্ন চোক্ষে আজও দেখি
সাল পুরনো, সে-ই একই ছবি!
ভগ্ন চিত্তের নগ্ন নৃত্যে -
ঢ্যামকুড়াকুড় বাজনা তোলে
রঙ-বেরঙিন ইনসানিয়াত ভিন্ন ধর্মের নায়!
একই ঈশ্বর হাজার নামে
রক্ত হোলি কোরবানিতে
উগ্রবাদী মূর্খ ঈশ্বর - নেচেই চলে হায়!

আর কাঁদি না
খুব হাসি পায়!
সত্যি বলতে - খুব হাসি পায়!!
দ্যাখ- চেয়ে দ্যাখ;
ঈশ্বরের ঐ পাল ছেড়া নাও
দাঁড়িয়ে আছে ঠায়!!




_____সভ্যতা
         ইবনে মিজান
         ২৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।