অবিশ্বাস এবং সন্দেহের বীজ দ্রুতই চারাগাছ হয়
অতঃপর, ডালপালা সমেত বেড়ে ওঠে বিশালতায়!
যে বৃক্ষতলে শুধুই অস্বস্তি, সেখানে মন মরে যায়।।

ওগো শরীরিণী,
চৈতন্যে কীইবা আসে যায়?
যদি মনেতে না জাগে সায়..!

তবুও,
এমনই থাকো
নিশ্চুপ নিরালায়।

°
°
°
২৪ জুলাই ২০১৯