ভালবাসা নাকি ঘৃণা?
এ দুয়ের সমীকরণ মেলাতে গিয়ে
একটি দুরন্ত প্রাণের অসহায় আত্মসমর্পণ!
কেন? জানি না!
তবুও, জানতে চাই
যাকে ভালবাসা যায়
তাকে ঘৃণা করা গেলো
যাকে ঘৃণা করা গেলো
তাকে আর ভালবাসা যায়নি?
সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তি,
প্রেম-বিরহ, সময়-অসময় প্রত্যেকটি পরিস্থিতি ক্ষণিকের অংশগ্রহণ মাত্র; বলা যায় জীবনের খন্ড চিত্র, অবিচ্ছেদ্য অংশ। অথচ, সেইগুলোর কোনটিই জীবন নয়!
জীবন;
সে-তো অমূল্যকুমার
সে তোমাকে বাঁচতে শেখায়
ভালবাসতে শেখায়, ঘৃণা করতে শেখায়
রাগে কিংবা অভিমানে অঝোরে কাঁদতে শেখায়,
ধৈর্যশীল কিংবা বিদ্রোহী হতে শেখায়।।
সেসবকে তুচ্ছজ্ঞান করে আত্মহনন?
কখনো নয়! কখনোই নয়!! কক্ষনো নয়!!!
হে পোড় খাওয়া সৈনিক,
পৃথিবীতে এমন কী আছে
যা তোমার চাইতেও বড়?