কী হে মাস্টার, কী খবর?
শুনিয়া বন্ধু জ্বলিয়া গেলেন!
ভ্রু কুঁচকে বিরক্তি ফুটিয়ে বলেন:
"ধুরো ব্যাটা, মাস্টার!
মাস্টার কী ডাক হে?
স্যার ডাকবি, স্যার!"
অপরাধবোধে বিদ্ধ আমি!
কইলাম "ঠিক আছে স্যার!"
অতঃপর,
কী বুঝলাম?
ক্লাসের বাচ্চারা
আর বাইরের দুনিয়া
সবাই স্যারের ছাত্র!