পোশাক নিয়া চারিদিকে কত্ত রকম কথা
বলি আমি পোশাক নিয়া কেন্ন মাথা ব্যথা?
যে চায় যেমন পরুক তেমন সাজুক যেমন খুশি
পোশাক নিয়া হুদাই কেন চলছে ঠাসাঠাসি?
কেউ বিকিনি বোরকা পরে কেউ পরে ফুলশার্ট
স্যুট কোট টাই স্যান্ডো পরে কে হয়েছেন লাট?
লুঙ্গি পাঞ্জাবি ফতুয়া ধুতি যে-যাই খুশি পরি
নিত্য পন্যের বাজার চড়া অনটনে যাই মরি!

ও রে ধর্মাশ্রয়ী-প্রগতিবাদী দেখো দিগ্বিদিক
মোর অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ঘরের'ই নাই ঠিক
লজ্জা শুধুই নারীর ভূষণ যেই ছাগলে কয়
ধরে ভিন্ন শাস্ত্র দীক্ষা মন্দির চিত্রিত মসজিদ
মুক্ত ভুবন মুক্ত আকাশ মুক্ত সকল জীব
মানুষ তুমি বন্দী কেন! হইতেছো নির্জীব?

লজ্জা
______________  কাব্য কুশল
০৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ