শেকসপিয়ার আরবের লোক ছিলেন
বলেন ঠিক কিনা?
আমি কিন্তু ঠিক বেঠিক জানিনা!
মির্জা সাহেব বলেছেন তিনি বীর মুক্তিযোদ্ধা!
কিন্তু, স্থানীয় লোকেরা তা মানতে নারাজ!!!
তারা বলেন, " তিনি জেনারেল জিয়াউর রহমানের সময়ে সনদটা কোনভাবে সংগ্রহ করেছেন। তাছাড়া, তার পিতা পিচ কমিটির নেতা ছিলেন। বাকি জীবন রাজনীতি করবেন না শর্তে দেশ স্বাধীনের বছরে মুক্তিবাহিনী তাকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন।"
সত্যতা নিশ্চিত নই, তবে
ডি বি সি এমনই বলছে
আমি তা লিখলাম মাত্র!
নিজে থেকে কিচ্ছু বলি নি;
তাছাড়া
এক্ষেত্রে হুটহাট করে কিছু বলাও যায় না, তবে, এটা বলা যায় শুধুমাত্র জেনারেল জিয়াউর রহমান এর আমলেই নয়, প্রায় সকলের আমলেই নতুন নতুন সনদের নতুন নতুন নম্বর পাওয়া গেছে! সেইসব নম্বরের সকলেই আজকাল বীর মুক্তিযোদ্ধা।
কপটতার বিরুদ্ধে বলার সাহসটা হারিয়ে ফেলেছি কি?
আর মাত্র দশবছর!
জ্বি জনাব, দশবছর পরে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হিসেবে এইসব ভন্ডের ষণ্ডামি দেখতে পারবেন পুরোদমে। বিশ্বাস করুন, আন্দাজে খুঁটি গাড়ছি না; পাহাড় ধ্বসের আভাস পাওয়া যায়।
যদিওবা,
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা নিয়ে বিজনেস
বিষয়টা মানতে অনেকেই নারাজ, আমিও
কে প্রকৃত আর কে নয়?
এনিয়ে তুমুল মতান্তর, তর্কে জড়াবে একটি প্রজন্ম
লাঠালাঠি কিলাকিলির কুরু-পাঞ্চাল যুদ্ধ লাগবেই!
জল ঘোলা হবে, চেতনার ব্যবসাটা জমজমাট হবে।
বাদ দাও সেসব
প্রাণ খুলে গাও...
জয় বাংলা বাংলার জয়...!
চাক্কু-মাক্কু ন্যাতা গায়
পাব্লিকেরে দেখাইয়া ঘেচু
কাটুক আরও বছর কিছু
ঘুরতে আছি নেতার পিছু
আমে গাছেতে ফলামু লিচু!
অ মনু,
অরা হগল যুদ্ধশিশু
আঁজাকারীটাও পাইছে কিছু
পাকি প্রেতাত্মা ছাড়েনি পিছু