অতঃপর ____
দাঙ্গা হাঙ্গামা বাধিয়ে
অকারণ রক্ত ঝরিয়ে!
সেখানে তোমরা ____
কার ইবাদত বন্দেগি পূজার্চনা করবে?
তোমাদের ঈশ্বর কি আদৌও তা মেনে নেবেন?

হে সাম্প্রদায়িক ___
জেনে রাখা ভালো!
ঈশ্বর সেখানেই থাকেন
যেখানে তুমি আছো....!
সুতরাং ___
ঐ মসজিদ-মন্দির কিংবা
রাম-রহিমের চক্করে নয়!
শান্তির পক্ষে থেকো সবসময়।
অথবা,
যেইদিন ঈশ্বর বলবেন:
"স্বরূপে আবির্ভূত প্রতিবার
অথচ,
মানুষ ভাবোনি একটিবার..!
তথাপি,
সূচালি ত্রিশূলি খঞ্জরি
তুমি নির্মম;
আমায় হত্যা করেছ বারবার।"

হে বরপুত্র,
কী উত্তর দেবে?
কী উত্তর দেবে সেইদিন!