ভরদুপুরে শাপলা জলে
করেছি আবার স্নান
খুব সহসা গত যুগেও
আসেনি এমন টান!

কখন এসে দাঁড়িয়ে গেলাম
একটি যুগের পর
শাপলা জলে দুইটি শালুক
আপন প্রাণের চর।
_____________


    চল, অন্ধকারে যাই
        - ইবনে মিজান

ভেস্তে গেছে আলোর মেলা
অন্ধকারেই চলছে খেলা,
ওদের হাতে বারুদ গোলা
তোদের হাতে সুই;
না খেললে মরবি ভোলা
বাঁচবে না তোর শকুন্তলা
দ্যাখ শেষবার চিন্তা করে-
খেলবি কিনা তুই?

নিকষকালো অন্ধকারে
কালো জলের প্রবল তোড়ে
গভীর জলে নিমজ্জিত
আকাশ নদী ভুঁই;
পথিক মালো পথ ভুলেছে
মাঠ ঘাট পথ সব ডুবেছে
আলোকলতার পাঠ চুকেছে!
তবু কেন, কিসের আশে?
আলোর ঘরে শুই!

যাবি কিরে আমার সাথে?
সাঁতরিয়ে ওই জলপ্রপাতে
পাহাড়চূড়া ডিঙিয়ে গেলে
ঈষৎ আলোর দেখা পাই!
আলোর দেখা পেতে হলে
চল, অন্ধকারেই যাই....!
আকণ্ঠ ঘুট অন্ধকারে
চল তড়িৎ ডুবে যাই
ডুব সাঁতারে, চিৎ সাঁতারে
চল, অন্ধকারেই যাই!