অধিকার হারালে আশা মরে যায়
অবিচারের চাঁপে মানুষই কাঁদে ভাই
যে দেশে স্বপ্ন ছিল, আজ সে দেশে শুধু ভয়
সেখানে মানুষ কিভাবে থাকবে? কিভাবে বাঁচবে তাই!
অনিচ্ছায় মেনে নেয়া, নিষ্পাপ চোখে
বিবেক চুপ থাকে, ঠাণ্ডা তুষার গলে
কখনো তো ভেবে দেখো, কার স্বার্থে সব গিয়েছে ভেসে?
কখনো বুঝিনি, দেশের মাটিতেই-
ঘুরে বেড়াচ্ছি এক অজানা ভয়ে।
নির্বাসিত মানুষ, বেঁচে থাকতেও যুদ্ধে
অন্তরে লুকানো স্বপ্ন আর চিন্তা হারিয়ে যায় কিছুতেই
দেশান্তরী হয়ে, দেশকে ছেড়ে চলে যেতে হয়
কেননা সেখানে আর কোনো স্থান নেই, পরিত্রাণ নেই
শুধু অন্ধকার, অনিচ্ছার এক দীর্ঘ যাত্রা—
মেনে নেয়ার পথে হাঁটতে থাকি,
তবুও চোখে ভাসে দেশের স্বপ্ন—
যেখানে কেউ না মেনে কিছু করবে, সকলে চাইবে শান্তি!