স্বার্থান্বেষী বিকৃত কামনার সঙ্গমস্থল
তোদের ওই নোংরা,  বিষাক্ত মন;
চেয়ে থাকে সারাক্ষণ নিষ্ঠুর চোখ,
গভীর ঘুমে অচেতন মানবতা।
একটু একটু করে সভ্য হয়েছিস;
সভ্যতার শ্রী দেখে বাসি থুথু আসে,
উৎকট, কৃত্রিম সভ্যতা!  ঘেন্না আসে, ঘেন্না!

করুণা প্রাপ্তির অযোগ্য তোরা,
তোদের উদ্ভট, উটকো অসভ্যতা দেখে-
ঘেন্নাপিত্তি ছাড়া আর কিইবা করা যেতে পারে?
নামতে নামতে একেবারে অতলান্তে!
তোরাই ডুবে মরবি সেই রক্তগঙ্গায়
প্রশ্বাসজাত বিষ নিষ্কাম হয়ে যাবে।

মানুষ হয়েও আর কত নীচকুলজাত হবি?
বিভৎস মুখ, রক্তমাখা হাতে আর কতক্ষণ?
দাঁড়িয়ে থাকবি মিথ্যে মোহের ছায়াপথে;
নিষ্ঠুর চোখে চোখ রেখে আর কতক্ষণ-
মুখস্ত আওড়াবি মিথ্যে সভ্যতার কথা।

তোদের বিষাক্ত মনে ভালবাসা নেই
নেই সুস্থ সভ্যতা, নেই মানবতার গান
তোদের  নীলাভ বিকৃত সঙ্গমের ফসল
মরচেধরা, গলাপঁচা, অচেতন বিবেকবোধ!
তোদের অন্তরাত্মা কিছুই বলে না! দেখে না!
যেন কিছুই হয় নি! হচ্ছেও না কিছুই!
তোদের জন্য শুধুই ধিক্কার!

০২:৫৯/১৮-১০-২০১৭