গরীব ধনী সবাই জানে
_ মরেই যেতে হবে
তবুও দেখি নচ্ছারটার কান্ড যত ঘটে!
কী চাই না চাই কেন যে কী চাই
কেউ কি বুঝতে পারি?
মরার আগেই কেন রে মনু-
সুখে অসুখে মরি?
কত বিভাজন যত অভাজন
গুরু শিষ্যের খেলা
মানুষ মেরে সাজি মহাজন
মরু গোলাপের ভেলা,
সোজা পথে চল
ওরে ভোলামন
গোলামী কিসের তরে?
সাধু মহাজন যত শয়তান
সবাই যাবে মরে।