#      
                       শবেবরাত এলেই বাপু
                      সবাই ভাগ্য নেবো বদলে
                       এখন দেখি শবেবরাত
                       নিজেই ভুলের কবলে!

       দেড়শ কোটি মুসলমানের তিনশ কোটি গ্রুপ!
       মাজহাবিদের ক্যাচাল দেখে আমি কিন্তু চুপ।

       কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কিছুই মানেনা
             মাজহাবটাই বড় যাদের-
                            তাদের ইসলাম কিচ্ছুনা!!
             অপব্যাখা দিলে কেউই ছাড় পাবেনা
          আমল ইবাদ সবিই নিজের কেন বুঝোনা?
     নিজের হিসাব নিজেই দিবে-কাউকে পাবেনা!!

           আলোচনা হতেই পারে
                           ওরে ভাই তর্কাতর্কি নয়!
           আলোচনা করেও কিন্তু সমাধা করা যায়।

        ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো নাকো ভাই
    ইসলাম মানে আনুগত্য ফিতনার সুযোগ নাই।

        [আসুন কোরআন, হাদিস অনুসরণ করি]

             ১৯:৪৭/০২-০৫-২০১৮