সুখের সাথে আড়ি আমার
দুখের সাগরে প্রেম
জীবনরে তুই কতো নিঠুর?
খেলিস আজব গেম!
সবই আছে ভান্ডারে তবু
সুখের দেখা নাই
তুষেরআগুন জ্বলছে বুকে
দুঃখের পোড়া ছাই!
একটুখানি সুখের আশায়
যবন কাটে যার
পরশমণি গীতালি আভায়
জীবন পারাবার।।
যা চেয়েছি ভালবেসে
পাইনি তাহা কভু!
শেষ বিকেলে এমন বিচার
করলি কেন প্রভু?
.
উনত্রিশ। এক। বিশ