অদ্ভুত সব গালগপ্পোকে পুঁজি করে _____________
সুদীর্ঘকালের নিষ্ঠুর নির্মম রক্তপাতের সকল নোংরা খেলা বন্ধ হোক। উগ্রবাদী সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদী আচরণ ত্যাগ করে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ। চাই মানবিক পৃথিবী।
এই পৃথিবীটা
ঐ সাদাকালো মানুষের
এটা তাকে ফিরিয়ে দাও;
এইসব বিভ্রান্তিকর তথ্যের ঝলকানিতে
কিংবা ওইসব মিছে কথার ফুলঝুরিতে
এতো সহজেই!
তার পৃথিবীতে তাকেই বন্দী করা যায়?
এও সম্ভব;
কী অদ্ভুত!
এইসব নোংরা খেলা বন্ধ কর
মানুষকে বাঁচতে দাও
তাকে যে বাঁচতেই হবে
নইলে এই পৃথিবীর কী হবে?
মানুষের মুক্তি দাও
তাকে স্বাধীন কর
সে বাঁচুক এখানেই প্রাণভরে.....
°
°
°
কী অদ্ভুত!
_____________ রশিদ ভাই।
বিশ পাঁচ একুশ