সব কথা কি যায় রে বলা?
বলি শুধু___
হিসেব করে চল!
হোক চারিদিকে যতশত অন্যায়
তুই শুধু___
হিসেব করে চল!
কার বুকে কে মারছে গুলি?
কার দেহেতে টিয়ারশেল?
শবটা সবার দেখতে হয় কি?
ওরে বাপু___
তুই হিসেব করে চল!!!
কোন বিরোধী উস্কে দিলো
হুতামা, লাযার আগুন?
বুঝে আসেনা, তোর তাতে কী!
কেন বেহুদা জ্বলিস দ্বিগুণ?
চুলোয় যাক দেশ, জনগণ -
সরকারী আর বিরোধীদলের ছা
ওদের আগুনে পুড়ছে ওরাই
হে ব্যাটা___ তোর জ্বলে কেন গা?
যখনি যারা সরকারি দল
তখনি তাদের পা চেটে চল,
দেখেশুনে পা টিপে চল
আর নিজের আখের গোছা।
বলছি বাপু__ শোণ;
হিসেবখানা ক্লিন এন্ড ক্লিয়ার এক্কেবারে সোজা___!
"নিজে বাঁচলে বাপের নাম
বাছা, আপন পরাণ বাঁচা।।"
*
*
*
উৎসর্গ- তাদেরই নামে!
♥♥♥♥♥♥♥
১২:৩৮/০৮ আগস্ট ২০১৮