সায়েবা,
আজকাল তোমায় নিয়মিতই স্বপ্নে দেখছি!
তবুও স্বপ্ন দেখি না
কেননা, স্বপ্ন ভঙ্গের কষ্টটা একেবারেই অসম্ভব কষ্ট।
তুমি ভালো থেকো সবসময়
সকালের নরম মাটিতে খালি পায়ে হেঁটে দেখো
আমার প্রেম তোমায় ছুঁয়ে দেবে
আমি ছুঁয়ে দিলেই যত অপরাধ!
তাইনা?
আচ্ছা,
এবার কী বলবে,
যখন আমি নিশির শিশির...