ভাগ্যের শিকে গাঁথা এ জীবন
চেয়ে রই পোষা বেড়ালের মতন
নিশ্চয়ই একদিন
শিকেটা ছিড়বেই
খুশি হয়ে সেইদিন সুখে রবো চিরদিন

একদিন
সেইদিন
চিরদিন
তুমি আমার...