একবার হলো কী...
সময়কে থামিয়ে দিতে ইচ্ছে হলো
ইচ্ছে-পূরণ ঘণ্টা বাজলো মনে
দেয়াল ঘড়ির ব্যাটারি নিলাম খুলে
সেদিন আর সূর্যাস্ত হলো না!
দিনের ব্যপ্তি প্রলম্বিত হয়
এক গুণ দুই গুণ তিন গুণ
এভাবে বেড়ে যায় বহুগুণ
পাখিরা ফেরে নি নীড়ে
কৃষক ফেরে নি ঘরে
মাঝি ফেরে নাই তীরে;
সবই যেনো থমকে আছে
প্রেম প্রকৃতির এক ইশারায়!
হায় হায়,
সময়ের হা - সময়
যাপিত সময়ের এ-কী হাল?
ব্যবধান আকাশ-পাতাল;
কেউ একজন আমায় তুলে ধরলো
নারীর শরীর থেকে ঈশ্বরীতলায়;
সম্বিৎ ফিরে পাই
আমিও এবার থমকে দাঁড়াই
চোখেমুখে পানি ছিটাই
'বলি: হচ্ছেটা কী?'
সে ভুবনমোহিনী,
রূপোকথা পড়তে বলে মুচকি হেসে ...
আমি পড়তে থাকি...
পড়তে থাকি-পড়তে থাকি-পড়তেই থাকি
পড়তে পড়তে কখন যে তাকেও পড়ে নিয়েছি
হতভাগিনী সময়...
কিছু বুঝতেই পারে নি!
___________ রূপোকথা
রশিদ ভাই