জীবনকে পিষে দিয়ে তুমি রাজত্ব করছো অন্ধকারে
চোখে চোখ লাগিয়ে আছো, ভয়ঙ্কর তমসার আঁধারে
শোষণের যন্ত্রণা জড়ানো, প্রজাদের কণ্ঠে ক্রন্দন
তোমার রাজ্যের নির্মমতার, হুকুমের অন্ধ নৃশংস চরণ।
তোমার সিংহাসনের উচ্চাসন, মিথ্যার সিংহাসন,
তলায় চাপা পড়েছে শত শত ভাঙা স্বপ্ন, কাঁপা জনতার অধিকার
প্রতিরোধের বারুদ জ্বেলে উঠবে জ্বলন্ত শিখা,
সত্যের সুরে ভাঙবে তোমার ললাট, অমঙ্গল সঙ্কেত।
আমাদের শিরায়-শিরায় বিদ্রোহের রক্ত ধুকছে
বিপ্লবের সুরে উল্কার মত জ্বলছি, তুমিই কষ্টের শাসক
সত্যেরা আলোর পথে আসুক, জাগুক নতুন দিগন্ত,
অবসান হোক কপালের যতো অভিশাপের লিখন।
তোমার প্রতিটি অন্যায় পদক্ষেপের অন্ধকারে
আমরা জাগিয়ে তুলবো প্রতিবাদী চেতনার লহর
স্বাধীনতার অগ্নিতে পোড়াবো তোমার অবৈধ সিংহাসন,
মুক্তির গান গেয়ে তৈরি করবো নতুন দিনের সুর।
শাসকের অহংকারের বিরুদ্ধে, প্রতিরোধের কণ্ঠ,
আমাদের আওয়াজ উঠুক, লড়াইয়ে জয়ের মন্থন
অত্যাচারের এই দিন শেষ হলে, বাউল গাওরে সুমধুর
শোষণের অন্ধকার ভেঙে জ্বাজ্জল্যমান শত স্বপ্নের পূর্ণতা।