উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে দেখি...

উন্নয়ন, আমাদের লড়াইয়ের একমাত্র হাতিয়ার
বিজয় আমাদেরই, বাকিরা গুনছে ক্ষতিপূরণ হার
আকাশ ছোঁয়া ভবন, পদ্মার বুকে ব্রিজ, পাতাল রেল
দেখলেই বোঝা যায় দেশটা কতটুকু সমৃদ্ধ ও রিচ।

দেশজুড়ে রাস্তা, ব্রিজ আর ফ্লাইওভারের জোয়ার
প্রতিদিন উন্নয়ন দেখিয়ে দেখিয়ে চোখেমুখে স্বপ্নমধুর ভার
স্কুলের বারান্দা, হাসপাতালের বারান্দা ছেঁটে
ছেলেমেয়ে হয়ে যাবে শিক্ষিত, রোগী ভালো হবে বটে!

উন্নয়নের গল্পে ভরপুর সরকারি ফেসবুক পেজ
মাথাপিছু আয় যেন আকাশ ছোঁয়া সেজ
সত্যিকারের উন্নতি কী, জানতে নেই প্রয়োজন
পরিসংখ্যানেই উন্নতি; যেন ডিজিটাল মন্ত্র বলে পাওয়া বরণ।

গ্রামে টিউবওয়েল নেই, তাতে কী আসে যায়?
উন্নয়ন হয়েছে দেখ, রাজধানীতে বুর্জ খলিফার রূপে নতুন ভবন খায়!
ইন্টারনেট ধীর, বিদ্যুৎও মাঝে মাঝে যায়,
তবু মুখে হাসি, উন্নয়নের দেশে এসব কথাই বা কয়জন জানায়?

নির্বাচন আসলেই উন্নয়নের কথা ছড়ানো যায়
আর বিরোধীকে চুপ করে দিতে উন্নয়ন বড় কাজে আসে ভাই।
রাস্তায় জ্যাম, পানিতে ডুবলেও দেখবে ফ্লাইওভার ঠিক দাঁড়িয়ে রয়,
এত উন্নয়ন দেখে মনে হয় সোনার বাংলা বিশ্বের শীর্ষেই রয়।

—একটি উন্নয়নপন্থী অধীর উন্মাদনা