ধর্মটা থাকুক যারযার বিশ্বাসে
বিশ্বাসটা থাকুক অন্তরে অন্তরে
ধর্মবিশ্বাস নিয়ে রক্তারক্তি-
অনর্থক কান্ড বৈ কিচ্ছু নয়।
যতবারই এরকম অনর্থ ঘটে
ততবারই মানুষ হেরে যায়!
প্রকৃতির অপার মহিমায়
একজন জিতে যায় প্রতিবার!
কে সেই বিজয়ীশক্তি?
জানেন কি?  

কে আবার!
জেতে শয়তান _____
সে-তো শয়তান বৈ কেউ নয়!

ওরে ধোনু _____
এবার অন্তত বোঝো!
মানুষের জন্য ধর্ম
ধর্মের জন্য মানুষ নয়!!

°
°
°
°

_____________ রশিদ ভাই।
তিন।তিন।কুড়ি