আমরা মানুষ,
নাম দিয়েছি মনুষ্যজাতি
তাহলে পার্থক্য কোথায়?

ধর্ম বর্ণ জাতে!

ভাষায় ভিন্নতা বেশ
তবুও সবাই বোঝে!

কীসের আশায়
কীসের লোভে
মানুষ মারি হাতে?

ফানুশে মানুষে
আগুন জ্বালাই

ধর্ম বর্ণ জাতে!