দেশলাই সিগারেট
দু'জনাই জ্বলছে
জ্বলেপুড়ে ছারখার
ছাই ধোঁয়া উড়ছে!
রঙ্গিন এই দুনিয়ায়
সময়টা অল্প
জীবনের চেয়ে বড়
জীবনের গল্প!
জ্বলে ওঠো পুড়িয়ে
ছাই ধোঁয়া উড়িয়ে
ভালবেসে অবশেষে
প্রেম নাও কুড়িয়ে!
সংসারযন্ত্রে
খুঁজি সুখমন্ত্র
সং সেজে বসে রই
অসুখেতে অন্ত্র!
অন্তরে বিহ্বলতা
হাসি ফোটে ওষ্ঠে
দেশলাই সিগারেট
দু'জনাই কষ্টে!
আজ কাল পরশু
গুনে গুনে দিন যায়
জীবনের প্রতিদিন
ভালবাসা ছুঁয়ে দেয়!
দেশলাই সিগারেট
পুড়ে তবু মরে না
আয়ু করে নিঃশেষ
ছাড় দেয় ছাড়ে না!
যেতে হবে যেতে হবে
টিকে থাকা মুশকিল
দেশলাই সিগারেটে
লেগে থাকে ঢুস কিল!
°
°
°
ছাড়পত্র
_________ইবনে মিজান
উৎসর্গঃ সুকান্ত ভট্টাচার্য
কৃতজ্ঞতাঃ তহিজার শান্তি
ত্রিশ চার একুশ