মানবকুল ________
একে অপরের সাথে একটি জোড়ালো সম্পর্ক স্থাপন করে এই দুনিয়া আবাদ করছে।
তোমরা কি জানো,
সকলের মধ্যে কিসের সম্পর্ক?
__________ জরায়ুর সম্পর্ক।
আর জেনে রাখো,
যারা এই সম্পর্কে অবনতির আশঙ্কা সৃষ্টি করে,
তারা শেষ বিচারে মর্মন্তুদ শাস্তিপ্রাপ্ত হবে।।
°
°
°
রশিদ ভাই।।