ডিম পাড়া মুরগী,
না পেলে মোরগটি -
উপরওয়ালার নামে জবাই করুন;
পেঁয়াজ মরিচ মসলা মাখিয়ে নিন।
অতঃপর...
ভালো করে কষিয়ে রান্না করুন।
খাবার সময় হয়েছে,
এবার দেখুন- লেগ পিছ নাই!
কে খাচ্ছে?
কে আবার, বরাবরই যিনি খায়,
এবারেও তিনিই খাচ্ছেন।
কী ভাবছেন?
আপনার ঐ খাটাখাটুনিই সার...
না-না, তা হবে কেন!
"রান্নাটা কিন্তু খুব স্বাদের হয়েছিল"
প্রশংসায় পঞ্চমুখ উপরওয়ালা!
আর কী চাই?
জীবন কতটা সুন্দর, একবার ভাবুন...
মোরগের ঠ্যাং কি'বা গিলা খেতে খেতে শুনবেন
"এই রেসিপিটা ওয়াটসএপ করে দেবেন কিন্তু!"