অপ্রকাশিত রয় যতশত সত্য
তার সবই কি জানে এ ভুবন?
ভালো মন্দ হাসি কান্না সুখ অসুখে জীবন
গুটিয়ে নয়, চুটিয়ে বাঁচার নামই জীবন
জীবনের কথা খুব একটা ভাবে না মরণ!
মরণের সীমানা ভেদ করে দেয় পুনর্জীবন।


#পুনর্জীবন