আগে কইতাম রমজান
অহন শিখি রামাদান
আগে কইতাম নবী
অহন শিখি নাবী

আগে কইতাম আলেফ বে তে ছে জিম হা খা
অহন শিখি আলিফ বা তা ছা জিম হ খ

কেমুন চেঞ্জিং চেঞ্জিং একটা ব্যাপার না?

ভাষা,
শুদ্ধ শিখতে দোষ নাই
আল্লায় বাংলায় কয় 'পড়'