শুধুমাত্র একটি ভোটের জন্য আইজ কার কার কোথায় কোথায় ধরছেন? কোথায় টিপছেন? কিভাবে নিজেরে উজাড় করে দিচ্ছেন! দিনরাত কী যে ছোটাছুটি; জাস্ট অসাম!
দেখতেই ভাল্লাগছে...
এ প্রসঙ্গে হনু কয়:
"আহা!
আপ্নেরা তো সেই আপ্নেরাই
যদি সবসময় এমন রইতেন
তবে কতই যে ভালো হইতো
আমি মুককুসুক্কু লোক বাহে
সব ভালো তো বলবারও পারি না"
অথচ, আপনারা..
দ্রুতই বদলে যান!
বিষয়টি
রশিদ ভাই'রা শোনে
মাথা ঝিমিয়ে কয়:
"হায়! হায়!
যে'ই লংকা যায়
সে'ই রাবণ হয়...!"