রমজান এলে
ইমানি জোরে
মূল্য বেড়ে যায়
ইমানদারি রক্ষা করতে সবাই কিনে খায়
বঙ্গদেশে রঙ্গরসে
ধর্ম্ম ফেরি হয়
কর্ম্মফলে ফেরিওয়ালার বাজার পুড়ে যায়!
আইনাদালত
মন্ত্রী সান্ত্রী
করছে কী না জানি
আত্মত্যাগের মহান মাসে জিতুক ইমানদার'ই...