হে পথিকবর, তুমি কে?
কোথা থেকে এলে?
আর কী নিয়ে এলে?
এখানে তোমার কী কাজ?
কাজ সেরে কোথায় যাবে?
কিছু কি দিয়ে গেলে?
আর কীইবা নিতে চাও?
বলে যাও, হে পথিকবর
উত্তরটা তো দাও...

°
°
°
❓ প্রশ্ন



আমি বিড়ি খাই
তাই তোমাদেরও খাইতে হবে?
আমি পুঁইশাক খাই না
তাই তোমাদেরও খাওয়া যাবে না?
আমি প্লেনে উঠি নাই
তাই তোমাদেরও উঠতে মানা?
আমি ভি টাইপ আন্ডারওয়্যার পরি
তাই তোমাদেরও সেটাই পরতে হবে?

আসলেই কি ব্যাপারটা এমন
আমি যা যা করি
তোমাদেরও তাই তাই করতে হবে?
না, কখনও না!
তোমরা স্বাধীন, নিজেদের মতো চলতে পারো
ভালবাসাময় সম্পর্ক নিয়ে সুন্দর পৃথিবী গড়ো।