তোমার নাম ভাঙ্গায়্যা
ওরা দাঙ্গা বাধায়- এরা ইস্যু বানায়
সংখ্যাগুরু সংখ্যালঘু পক্ষ বিপক্ষ সরকারি বিরোধী;
কতশত নাম!
এক্কেরে হিজিবিজিবস্থা!
এইখানে দেখার মতন বিষয় হৈলো
ওরা নামেধামে ভিন্ন হৈলেও কাম কিন্তু একই!
সব্বাই ব্যস্তবাগীশ
ফায়দা লুইটতে!

তোমার নাম ভাঙ্গায়্যা এইরাম ধান্দাবাজি!
আইজ থাইকা? না, প্রাগৈতিহাসিক কাল থেকে চৈলছে!
এটা বেশ দারুণ, কার্যকরী, ঐতিহাসিক মজার খেলা
কেউ ধান্দায় কেউ আন্ধায় ধপাধপ্
মরছে - মারছে!
ঝরছে - ঝারছে!
খেলাডা জম্পেশ, চৈলছে, বিরতিহীন...

আইচ্ছা,
তুমি কই?
মজ্জিদ মন্দিরে!
গীজ্জা না প্যাগোডায়?
কোথায়?
তোমার সাক্ষাৎ পাইলে
ছোট্টো একটা জিজ্ঞাসা ছিলো
জিজ্ঞাস্য হৈলো...
এই খেলাডা আর কদ্দিন চৈলবে?

°
°
°
জিজ্ঞাস্য
________ রশিদ ভাই।
চৌদ্দ দশ একুশ