একা একা কোথা যাও!
কোথা যাই বাপুরে?
এভাবে কি লোকালয়ে
থাকা যায় বাবুরে?
তরবারি ভোতা করি
কোপ মেরে পাথরে
মাঠঘাট বাড়ি ছেড়ে
চলে যাই বাদাড়ে!
ফলমূল পাতা খেয়ে
যতদিন বাঁচা যায়
ততদিন বেঁচে থেকে
পরপারে পাড়ি দেয়।
সত্যের ভিত নাই
চারিদিকে ফিতনা
মৃত্যুতে শোক নাই
তাড়াতাড়ি দিক না!