স্বার্থপরের এই দুনিয়ায়
আপন স্বার্থ খুঁজি
সবার হিসাব যেমনতেমন
নিজের হিসাব বুঝি!

তোমার বাগান খায় ছাগলে
আমার তাতে কী?
ভাগ্য তোমার বাপের ভাগ্যি
খবর রেখেছি!

এই বাগানের শেষ মাথাটায়
জামরুলের ঐ গাছে
ভীমরুলেরা ঘর বেধেছে
কাঠবেড়ালি নাচে!

কাঠবেড়ালি ভীমরুলেদের
বন্ধু ইঁদুর ছানা
তোমার বাগান খায় ছাগলে
আমার বলতে মানা!

জামরুলের ঐ গাছটা বলে
সবই আমার দোষ!
আমার ডালে বসছে সবাই
গাইছে জনরোষ!