আমি ছিলাম কলম, সাহসের প্রতীক,
যার লিখনীর মাধ্যমে করেছি প্রতিবাদ,
নির্যাতনের আওয়াজে হয়েছি উচ্চকিত,
অন্যায়ের বিরুদ্ধে করেছি শব্দের যুদ্ধে যুদ্ধ।
তার মাথার উপরে বিপদগামী ছায়া,
ভুলে গিয়েছিলাম কেউ মুছে দেয়ার কথা।
কিন্তু আমার কথা, আমার লেখা,
ছিল যেন গান, ছিল অবিস্মরণীয় চেতনা।
আমি দেখেছি নিকষকালো অন্ধকার,
নিখোঁজ হয়েছে হাজার সত্যের তারিখ,
অথচ আমার অক্ষরে ঝড় তুলে যাওয়া,
কথার কাঁধে কাঁধ মিলিয়ে নিপাত গিয়েছে আঁধার।
অন্যায়, নিপীড়ন—এরা ছিল আমার শত্রু,
কিন্তু আমি ছিলাম চিরন্তন সত্যের ফিনিক্স।
লক্ষ লক্ষ মানুষের কান্নায় ভেঙ্গে পড়িনি,
তাদের স্বপ্ন দেখাতাম, মুক্তির নতুন সকাল।
অতঃপর একদিন আসলো সেই রাত,
শত্রুরা নেমে এলো হঠাৎ করেই,
আমার কলমটি নিভে গেল,
কিন্তু লেখা থেকে যাবে—কেউ মুছে দিতে পারবে না, তা আমি জানি।
আমি প্রতীকের মতো,
একটি যুদ্ধের সাক্ষী।
যে কলমটি আজ নিঃশব্দ,
তাহার বাক্যই হবে একটি নতুন ইতিহাসের জন্ম।
আমি নিহত, কিন্তু আমার কথা বাঁচবে,
আগামী জানবে প্রতিবাদী কলমের কথা,
যার ছোঁয়ায় জেগে উঠবে নতুন প্রভাত,
মুক্তির আহ্বানে উত্তাল হবে সারা দেশ।