আমায় ভুলে যেতে চাও
যাও, চিরতরে ভুলে যাও
আমিতো বলিনি আমাকে মনে রাখতেই হবে;
তোমার মন, তোমার স্বাধীনতা, সেখানে আমি কে?
আমি কেন তোমার মন বাড়িতে দখলদার হবো?
যাও, আমায় ভুলে যাও একেবারে।
আমায় ছেড়ে যেতে যাও?
যাও, ছেড়ে যাও চিরতরে
আমিতো বলিনি, আমাকে জড়িয়ে থাকতেই হবে;
এ জগতে এরকম ছেড়ে ছুঁড়ে যাওয়া নতুন কিছু নয়!
প্রয়োজনে প্রিয়জন হয়ে ওঠার গল্প অনেক শুনেছি
কিন্তু, মনে রেখো, তুমি কখনোই আমার প্রয়োজন ছিলে না
তুমি আমার ভালবাসার বন্ধনে জেগে ওঠা সুন্দর একটা সকাল। তোমার আমিকে ছেড়ে যেতে যাও, চলে যাও চিরতরে
পেছন ফিরে দেখো না একটিবার, যদিওবা -
আমি দাঁড়িয়ে থাকবো, তোমার ফেরার প্রতীক্ষায়
চলে যাওয়া পথের পানে, প্রতি জনমে অনন্তকাল।