তাকে দেখলেই
মাথায় বিদ্যুৎ খেলে যায়
কিশোর বয়সে ফিরে যাই
চোখ ফেরাতে পারি না
কিছু বলতেও পারি না
আগের মতই
আমি তাকে দেখি
সে আমায় দ্যাখে
মায়ার মোহনজালে আটকে যেতে চাই
যেতে চাই বহুদূর....
কিন্তু, পারি না!
কারণ?
আমি বিবাহিত
সে ডিভোর্সি....