দু-চোখের পানিতে
ডুবে গেলো দুনিয়া
উপরে তুলিয়া হাত
বিষে গেলো ভরিয়া!
মাফ করে দাও প্রভু
করেছি গো শত ভুল
এবারে বাঁচিয়া গেলে
বেদিতে রাখিবো ফুল!
অসহায় যত লোক
থাকে চারিপাশে
বিলিয়ে দেবো গো সুখ
সকলের মাঝে।
ক্ষমা করে দাও প্রভু
ক্ষমা করে দাও
ঈমানের সাথে মোরে
পরপারে নাও!