যাকে পেয়ে আমায় ছেড়েছিলে, সে এখন কোথায়? শুনলাম, তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন! এদিকে তোমার স্বামীও নাকি চাকুরীতে প্রমোশন পেয়েছেন।
ওদের জন্য শুভ কামনা।
তোমাদের সফলতা, প্রাপ্তিযোগ শুনে ভালোই লাগে,
অন্তত এটুকু বুঝি, তোমরা কেউই কারোর সাথে নেই!
তবুও ভালো আছো, এভাবেই থেকো সবসময়।
আচ্ছা, তোমার পুতুল পুতুল মেয়েটা কি স্কুলে যায়?
যার চোখ আমার চোখের সদৃশ!
অনুরোধ, তাকে কাঁদতে দিও না।
ধনাঢ্য স্বামীতে সংসার পেতেছো, সুখে থাকো।
আমি?
তেমনই আছি, যেমন দেখেছিলে।