ক্ষমতার রথ চলছে-
একটি বড় গাছের মতো,
যে গাছের শেকড় নেই, শুধুই ফল
তার নিচে হাজারো পিঁপড়ে বাসা বাঁধে।  

ওরা বলে,
“এটাই তো সঠিক পথ!”  
কিন্তু দেখো,
যেদিকেই রথ যায়-
সেদিকেই ধ্বংসের কাঁটাজাল,  
ফসল নষ্ট হয়, পাখিরা বাস্তুহারা, উড়ে যায়।  

পথে পথে আগুন ছড়িয়ে যারা দাঁড়িয়ে আছে
তাদের পায়ের তলে কাঁদে নাঙ্গাভুখা রাতদিন
ওরা জানে, গাছটা বড়, এর কোনো মূল নেই!
ফলগুলো মাকালফল, সবার মন ভুলিয়ে দেয়।  

আর তাই,
রথ চলতেই থাকে, একইপথে
তাদের লক্ষ্য একটাই, সিংহাসনে চড়বে!
কিন্তু জানো,
সেই রথের গতি একদিন শেষ হবে
সেইদিন সব কাঁটা-সব পাতা ঝড়ে পড়বে।  

যেদিন _
আকাশ ফেটে ঝরে পড়বে বৃষ্টি
সেদিন _
কাঠের গুঁড়ির মাঝে আর কাউকে খুঁজে পাবে না
দেখবে শুধু একটি ক্ষত, যা তারা রেখে যাবে।


[ক্ষমতার রথ]