হাওয়াই তালে
___ ডাকলো কে?
চোখ-ইশারায়
___ মাতলো কে?

গ্রাম-গঞ্জের ন্যাতারা
কে বাজাইবে দোতারা?

মানুষ ম'লো
পুলিশ ম'লো
ম'লো ছাত্র জনতায়
গদি জুড়ে যে-ই এলো
সে-ই মারিলো জনতায়?