প্রতিশ্রুতির ফুলঝুরিতে শব্দগ্রহ পরিপূর্ণ হয়,
কিন্তু, সত্যিকার সেবক হতে পারে ক'জন?
এক্ষণে,
সে বিতর্কে অংশ নেয়া অহেতুকী কান্ড বৈ কিচ্ছু নয়!
যখন, কারোর তুল্যরূপ কেউ না, কিছু নয়,
তখন বিতর্কের অবকাশ কই?
অগন্তব্য যাত্রাপথে সুড়ঙ্গ খুঁড়ে কিংবা অন্যগ্রহে
তেলচুকচুকে সায়রভুলু শিকারে ব্যস্ত সেবকরূপ রাবণ চরিত্রগুলো ব্যভ্ররত বিভ্রান্তের সেবক হতে চায়,
যা অনেকেরই সহজাত ঔদার্যবোধ।
প্রতি কালে অনাকাঙ্ক্ষিত পরিনতি
প্রেমটা দুস্পাপ্য, দুস্পর্শ!
বলি যে,
অনেকেই দেখেছে গতকাল!
কেউ আগামীকাল দেখেছি কি?
হ্যাঁ, দেখেছি!
আগামীকাল দূরে নয়,
দূরত্ব মেপেই বলছি
সময়ের ঘুর্ণিপাকে সবকিছুই বদলে যায়,
বদলে যাওয়াই প্রকৃতি;
বদল হয় পথিকের গতিপথ
কিন্তু পথ?
সেটা বদলাতে নেই,
তাতে প্রকৃতিকে উপেক্ষা করা হয়;
সুতরাং, পথেই দেখা হোক প্রতিদিন।
মনে রেখো ____
অগ্রে চলে যে পথিক,
সে পথিকৃৎ হয়ে ওঠে
এগিয়ে যায় বহুদূর।।
বিভ্রান্ত পথিক?
হারিয়ে যায় গহীন অন্ধকারের অতলান্ত!
অতএব ___
দড়ি-ছড়ি-ঘড়ি-লাঠি-কম্পাস- হাতেই থাকুক,
পথেই মিলুক পথের দিশা।।
(১৭.০১.২০২০)
******** পথিক ********
অনুসন্ধানী পথিক
পথের মাঝেই আছে
চলে যাচ্ছে বহুদূর।।
পথিক ছুটে চলে-
পথ সাথেই চলে
সূর্য তার সঙ্গী হয়ে যায়
মাঝেমাঝে গতিপথ বদলায়
কারণেঅকারণে বদল হয়।
চাঁদ তাঁরা মেঘ বন্ধু বনে যায়
ভোরের শিশির পা ধুয়ে দেয়
ঝরঝর বৃষ্টিতে পদচিহ্ন মিলিয়ে যায়
মণিমুক্তাদি সেখানেই পড়ে রয়!
পথিক এখন যেখানে দাঁড়িয়ে
সেখানে পথের শেষ হয়।।
অনুসন্ধিৎসু পথিক
মাড়িয়ে পথের শেষতক
তবুও খোঁজে নতুন পথ
জীবন মানেই চলমান রথ
পথিক এখন পথিকৃৎ
সে জানে জীবনের গীত
"জীবন মানেই থেমে যাওয়া নয়
শেষপ্রান্তে দাঁড়িয়ে শুরু করতে হয়"
পথিক চলেছে ছুটে
নতুন পথের সন্ধানে।।
১৩:১৬-১৭/১/১৮